ডা.এস এ মালেকের মৃত্যুতে নোবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের শোক প্রকাশ

 প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২২, ০৯:৩৮ অপরাহ্ন   |   শোক ও মৃত্যুবার্ষিকী

ডা.এস এ মালেকের মৃত্যুতে নোবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের শোক প্রকাশ


নোবিপ্রবি প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ডা. এস এ মালেকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) বঙ্গবন্ধু পরিষদ ।


গত, ৬ই ডিসেম্বর (মঙ্গলবার) রাত ১১ টায় স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী এ অকুতোভয় সৈনিক  পরলোক গমন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


বঙ্গবন্ধু পরিষদ নোবিপ্রবি পাঠানো এক শোক বার্তায় বলা হয়, “ আমরা মহান সৃষ্টিকর্তার কাছে  মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি। "


এছাড়াও শোক বার্তায় আরও উল্লেখ করা হয়  , ডা. এস এ মালেক একজন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট কলামিষ্ট, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা,  বাংলাদেশ  আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য,  বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, ভাষা আন্দোলন, ৬- দফা আন্দোলনসহ ১৯৭৫ এর পরবর্তী কার্যকর আন্দোলনে সংগঠনের মূর্ত প্রতীক ও অকুতোভয় সৈনিক।   তাঁর এই প্রস্থান বাংলাদেশের জন্য অপূরনীয় বলে জানানো হয়।


শোক ও মৃত্যুবার্ষিকী এর আরও খবর: